• Sat. Aug 16th, 2025

Azad 24

Learn Today Lead Tomorrow +8801933307999

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত | Olympic | India | Rupali Bangladesh

আগামী ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। অলিম্পিক আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে দেশটি। রাজধানী দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্বপ্নের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অলিম্পিক আয়োজনের জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

ভারতে যে বড় মাপের ইভেন্ট আয়োজন করা যায় তা তারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন।
মোদী বলেছেন, ‘২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভালোভাবে জি-২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে যে, ভারতের বড় মাপের কোনো ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। ‘

এ মাসের শুরুতে ভারতের লোকসভায় কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ধবিয়া এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে অলিম্পিক আয়োজনের প্রস্তুতি ও ভাবনার কথা জানিয়েছিলেন।

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬ এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)।

এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। ২০৩৬ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আহমেদাবাদ।

অলিম্পিক আয়োজনের দায়িত্ব কোন দেশ বা শহরকে দেওয়া হবে, সেটি ঠিক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।

আগামী দুই অলিম্পিক কোথায় হবে, তা আগেই নিশ্চিত হয়ে গেছে। তৃতীয় আসর কোথায় বসবে তা এখনও নিশ্চিত নয়।

তবে অনেক আগেই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজনের ব্যাপারে আগ্রহ জানালো ভারত।
গতকাল ছিল ভারতের স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে দিল্লির লালকেল্লায় ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের এক পর্যায়ে তিনি জানান, ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় তার দেশ।

নিজের ভাষণে মোদী বলেন, ‘২০৩৬ অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা প্রস্তুতি নিচ্ছি। জি-২০ সম্মেলন আয়োজন করে আমরা প্রমাণ করেছি যে, বড় মাপের কোনো ইভেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে ভারতের। ’

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে ২০৩২ অলিম্পিক। ভারতের পাশাপাশি ২০৩৬ আসর আয়োজন করতে চায় সৌদি আরব, কাতার, তুরস্ক ও মিশর।

এদিকে এবারের প্যারিস অলিম্পিকে ভারত ৬টি পদক জিতেছে। ভারতের অ্যাথলেটরা ১ রুপার বিপরীতে জিতেছেন ৫টি ব্রোঞ্জ। পদকজয়ী ও অংশগ্রহণকারী অ্যাথলেটদের অভিনন্দন জানিয়েছেন মোদী।

ভারতের মাটিতে এখন পর্যন্ত বসা সবচেয়ে বড় ক্রীড়া আসর ২০১০ কমনওয়েলথ গেমস। ওই আসরে ৭৭ দেশের ৪ হাজার অ্যাথলেট অংশ নিয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও আয়োজন করেছিল ভারত।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪

By azad24

www.azadservice.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *