• Sun. Jul 13th, 2025

Azad 24

Learn Today Lead Tomorrow +8801933307999

আপনি দেশের জন্য কি করেছেন??

দেশের প্রতি সাকিব আল হাসান এর চেয়ে এই ১৭ বছরের ছেলের অবদান অনেক বেশি। এই ছেলেগুলোর কারনে এখন আর সাকিব আল হাসান থেকে শুনতে হয় নাহ

” আপনি দেশের জন্য কি করেছেন”??

(Collected)

রাওয়ালপিন্ডিতে ‘সাকিব শো’  

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের সমাপনী দিনে ‘সাকিব শো’ দেখেছে গোটা বিশ্ব। সেই সঙ্গে কেন সাকিব বিশ্বসেরা, সেটা আরেক বার প্রমাণ করলেন টাইগার এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে বল হাতে এক উইকেট শিকার করলেও কিছুটা অগোছালো ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ইনিংসে এসে সব পুষিয়ে দেন তিনি। শিকার করেন তিন উইকেট। উইকেট বিবেচনায় নয়, গতকাল পুরো দিন পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখেন টাইগার এই অলরাউন্ডার।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুধু তাই নয়, বাঁহাতি স্পিনার হিসেবে বিশ্বরেকর্ডও গড়েন সাবেক এই অধিনায়ক। বাঁহাতি স্পিনারদের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন টাইগার অলরাউন্ডার। ৪৮২ ইনিংস হাত ঘুরিয়ে শিকার করেন ৭০৭ উইকেট। তাতেই পেছনে পেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। ৪৯৮ ইনিংসে বল করে ৭০৫ উইকেট শিকার করেন এই সাবেক কিউই স্পিনার। তাকে ছাড়িয়ে যেতে সাকিবের লেগেছে ৪৮২টি ইনিংস।

এই তালিকায় তিন নম্বরে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। এই ভারতীয়ের উইকেটের সংখ্যা ৫৬৮। শুধু বাঁহাতি স্পিনার হয়ে রেকর্ড গড়েছেন সাকিব, তা নয়। পেস ও স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের উইকেট শিকারের তালিকায় শীর্ষ তিনে উঠে এসেছেন সাকিব আল হাসান। এই তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানি কিংবদন্তি বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরাম। তার উইকেটসংখ্যা ৯১৬। এছাড়াও দ্বিতীয় স্থানে আছেন লঙ্কান পেসার চামিন্দা ভাস। এই পেসারের উইকেট-সংখ্যা ৭৬১টি।

গতকাল শুধু রেকর্ডই গড়েননি সাকিব, জড়িয়েছেন বিতর্কেও। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের খেলা চলছিল তখন। উইকেটে ছিল তখন মোহাম্মদ রিজওয়ান। বল হাতে তখন সাকিব। সেই ওভারের দ্বিতীয় বল করতে রানআপ নিয়ে এগিয়ে আসেন সাকিব। তখনো উইকেটে বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার। সেটা দেখে মেজাজ হারান টাইগার অলরাউন্ডার। সেই সঙ্গে রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুড়ে মারেন। সেটা দেখে অবাক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে ছিলেন রিজওয়ান। এমন কাণ্ডে সাকিবের কাছে ব্যাখ্যা চান আম্পায়ার। যদিও নিজেকে সামলে নিয়ে আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।

By azad24

www.azadservice.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *