• Sat. Jul 5th, 2025

Azad 24

Learn Today Lead Tomorrow +8801933307999

ICT Academic Course

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (SSC/HSC)

ICT এর পূর্ণ অর্থ Information and Communication Technology অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT Academic Course)। যেকোনো প্রকার তথ্যের উৎপত্তি,সংরক্ষণ,প্রক্রিয়াকরণ এবং সঞ্চালন ব্যবহৃত প্রযুক্তিকে ICT বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়। বর্তমান যুগ আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যুগ। প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন তথ্য কে কাজে লাগিয়েই মানুষ সৃষ্টি করছে সহজ সুন্দর এ বিশ্বজগৎ।

ICT Academic Course

কম্পিউটার নির্ভর তথ্যপ্রযুক্তি বর্তমানে সমাজ জীবনে সর্বক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে এর আসন প্রতিষ্ঠা করে ফেলেছে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা পদ্ধতির পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তিত শিক্ষা পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তকের আলোকে কম্পিউটার ও আইসিটি বিষয়ক জ্ঞান ভালোভাবে থাকা দরকার। জেবিডি আইটি সর্বদা নতুন নতুন টেকনোলজি ও সর্বশেষ তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। আপনার আইসিটি ক্যারিয়ার ও স্বপ্নকে পূরণ করতে আমরা আছি আপনার পাশে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (SSC/HSC) কোর্সের বৈশিষ্ট্য সমূহ

ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক এর আলোকে পাঠদান।
সিলেবাস ভিত্তিক ক্লাস গ্রহণ।
সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
অনলাইন ও অফলাইনে দুই ধরনের ক্লাসের সুযোগ রয়েছে।
প্রতিটি ক্লাসে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার সুযোগ।
বেসিক কম্পিউটার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হয়।
মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত।
কম্পিউটার এবং ওয়াইফাই সুবিধা।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোর্সের সুবিধা সমূহ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বলতে টেলিযোগাযোগ, সম্প্রচার মিডিয়া,বুদ্ধিমান বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, অডিওভিজুয়াল প্রসেসিং এবং ট্রান্সমিশন সিস্টেম এবং নেটওয়ার্ক-ভিত্তিক নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণের কার্য পরিচালনা করতে ব্যবহৃত সমস্ত প্রযুক্তি বোঝায়। আমাদের এই কোর্সটি মূলত এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য। শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সকল ক্লাস নেওয়া হবে এবং সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হবে।এই কোর্স করলে একাডেমিক আইসিটি কোর্স (ICT Academic Course) কমপ্লিট হবে। এই কোর্সে এসাইনমেন্ট তৈরি করা শিখানো হবে। এই কোর্স করলে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং প্রোগ্রামিং ও এইচটিএমএল প্যাকটিক্যালি কম্পিউটারে শেখানো হবে। আপনি সরাসরি অফিসে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোর্স করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।

By azad24

www.azadservice.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *