• Sat. Jul 12th, 2025

Azad 24

Learn Today Lead Tomorrow +8801933307999

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার | Salman F Rahman | Anisul Huq

আলহামদুলিল্লাহ।

পট্টিবাজ দরবেশ সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার! নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে হাতকড়া পরানো হয়েছে।

নিউ মার্কেট থানার মামলায় তারা সদর ঘাটে

এরেস্ট হয়।

আহ নিয়তি! সবই পার!!

May be an image of 1 person

দরবেশ বাবা বলে পরিচিত আমাদের সবার তথা গোটা দেশের অর্থনীতি, শেয়ার বাজার ও রিজার্ভ চুরির সাথে সম্প্রিক্ত এফ রহমানের জন্য শুভ কামনা।🥀🥀

দেশের বিচার বাবস্থা ধ্বসকারী, ভুল-ভাল আইনের ব্যবহার,

ডিজিটাল নিরাপত্তা আইন পাস, জণগনের কথা বলার অধিকার খর্বকারী প্রিয়🤨

আপনাকেও স্বাগতম🙋‍♂️🙋‍♂️

আশাকরি বিদেশে পাচার হওয়া কিছু টাকা ফেরত আসবে✌️✌️

By azad24

www.azadservice.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *